ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসে ইরানে শুক্রবার আরো ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫১৪ জনে দাঁড়িয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে ১১হাজার৩৬৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এদিকে ইরান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ইরানের সকল জনগণের করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার পর গত ১৯ ফেব্রুয়ারি ইরানে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ।
করোনা ভাইরাসে ইরানে মৃতের সংখ্যা- ৫১৪
0
Share.