বুধবার, জানুয়ারী ২২

করোনা ভাইরাসে এবার দ. কোরিয়ায় একজনের মৃত্যু

0

ডেস্ক রিপোর্ট:  প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার চীনের প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ায় একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশটি এ ভাইরাসের প্রথম একজনের মৃত্যুর খবর জানিয়েছে। এ মৃত্যুকে ঘিরে বাড়ছে আতঙ্ক। এতে দেশটির চতুর্থ বৃহত্তম একটি নগরীর রাস্তা-ঘাট সব ফাঁকা হয়ে গেছে। অধিবাসীরা সবাই ঘরে রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ লাখ অধিবাসীর দেয়াগু শহরের শপিং মল এবং সিনেমা হলগুলো সব বন্ধ হয়ে গেছে এবং শহরতলীর রাস্তাগুলোও ফাঁকা হয়ে গেছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে, শহরের মাঝখানে কেউ বোমা ফেলেছে। অনেকটা জঙ্গি হামলার মতো বিপর্যয় ঘনিয়ে এসেছে বলে মনে হচ্ছে।’ ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৭৫ হাজার ৭৬৮ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ২ হাজারের বেশি মানুষ। পিয়ংইয়ংয়ের দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশি দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের অন্তত ২৪টির বেশি দেশে এই ভাইরাসের বিস্তার ঘটেছে। দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ১০৪ জন। দেয়াগু শহরে একটি চার্চে প্রার্থনায় যোগ দেওয়া ৯০ জন মানুষের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর শহরটির মেয়র বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। কোরিয়ার ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন’ এ ভাইরাসের প্রাদুর্ভাবকে ‘সুপার স্প্রেডিং ইভেন্ট’ আখ্যা দিয়েছে। এ ভাইরাস আক্রান্ত এক নারী সাংবাদিকদের বলেছেন, ‘আমরা নজিরবিহীন সংকটে আছি। ৬১ বছর বয়সী এই নারীও চার্চের প্রার্থনায় যোগ গিয়েছিলেন। তার সংক্রমণ ধরা পড়েছে। চার্চের সবাইকেই ভাইরাস পরীক্ষা করা হবে।’

Share.