করোনা ভাইরাসে হলিউড অভিনেত্রী লি ফিয়েরোর মৃত্যু

0

বিনোদন ডেস্ক:  অভিনেত্রী লি ফিয়েরো তার অভিনীত ‘যজ’ ছবির জন্য ব্যাপক পরিচিত। ৯১ বছর বয়সী এই অভিনেত্রী করোনা ভাইরাসে মারা গেলেন। গেল ৪০ বছরের ক্যারিয়ারে লি ফিয়েরো তার অভিনয় গুণে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। তার তার মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন কেভিন রায়ন। এর আগে জুলি বেনেট কখনও অ্যানডরিউ জ্যাকের মৃত্যুর খবরে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। কখনও গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত গায়ক অ্যাডাম স্কলেঞ্জারের মৃত্যুতেও শোক প্রকাশ করে শিল্পী মহল। সবকিছু মিলিয়ে করোনা একের পর এক আক্রান্ত থেকে শুরু করে যেম মৃত্যুর মিছিল চলছে হলিউডে। হলিউড তারকা দম্পতি টম হ্যাঙ্কস ও রিটা উইলসন করোনামুক্ত হয়ে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্র্রে ফিরেছেন। যদিও এখন পর্যন্ত বিনোদন জগতের তারকাদের মধ্যে করোনায় আক্রান্ত বেশির ভাগই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। সবশেষ ভারতীয় গায়িকা কণিকা কাপুর করোনা থেকে মুক্তি পান।

Share.