করোনা ভাইরাস : কারাবন্দীদের মুক্তি দেওয়ার আহবান জানিয়েছেন ‘জোকার’ তারকা

0

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের কারাগারগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। পরিস্থিতি সামলাতে নিউ ইয়র্ক কারাগারের বন্দীদের মধ্যে যারা বয়স্ক এবং যাদের নানা ধরনের স্বাস্থ্য সমস্যা আছে তাদেরকে “তাৎক্ষণিকভাবে” মুক্তি দেওয়ার আহবান জানিয়েছেন হলিউড অভিনেতা জোয়াকুইন ফোনিক্স। টুইটারে ‘জোকার’ খ্যাত এই তারকা লিখেছেন, ‘অস্কারজয়ী জোয়াকুইন ফোনিক্সের একটি বার্তা: ‘নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর দৃষ্টি আকর্ষণ করছি কারাগারের বন্দিদের বিষয়ে কিছু করার জন্য। তার কাজের উপর অনেকের জীবন নির্ভর করছে। কারাগারে করোনায় মৃত্যু কারো পরিণতি হওয়া উচিত না।’ এর আগে এক ভিডিওতে অভিনেতা বলেছিলেন, ‘কারাগারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সবার স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। কারাগারে সামাজিক দূরত্ব বলে কিছু নেই। পরিচ্ছন্নতা বজায় রাখার সুযোগও নেই। নেতাদের এই বিষয়ে কিছু করা উচিত। নাহলে যারা কারাগারে কাজ করেন তারাও অসুস্থ হয়ে পড়বেন এবং ভাইরাস ছড়াবেন।’ বিশ্বে করোনায় মৃত ১ লক্ষ ৩৪ হাজার। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লক্ষ ৯৭ হাজার। অন্যদিকে করোনায় সুস্থ ৫ লক্ষ ১০ হাজার। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়। আমেরিকায় মৃত্যু ২৮ হাজার ছাড়িয়েছে।

Share.