করোনা ভাইরাস প্রভাবে : অস্ট্রেলিয়াতে ৬০ পত্রিকার প্রিন্ট বন্ধ

0

ডেস্ক রিপোর্ট: বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে অর্থনীতি। তার প্রভাব পড়েছে গণমাধ্যমেও। কোভিড-১৯ পরিস্থিতির ক্রমাবনতিতে অস্ট্রেলিয়ায় আঞ্চলিক ৬০টি সংবাদপত্রের ছাপা বন্ধ করে দেয়া হয়েছে। এই খাত নতুন সংকটের মুখে পড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ান মিডিয়া গ্রুপ নিউজ কর্পোরেশন। নিউজ কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড এবং সাউথ অস্ট্রেলিয়ার পত্রিকাগুলো ছাপা সংস্করণ বন্ধ করে অনলাইনে যাবে। অস্ট্রেলিয়ায় নিউজ কর্পোরেশনের নির্বাহী চেয়ারম্যান মিশেল মিলার অস্ট্রেলিয়ায় গ্রুপের পত্রিকাগুলোর নাম উল্লেখ করে বলেন, এই সিদ্ধান্ত আমরা হালকাভাবে নেইনি। মিলার বলেন, করোনাভাইরাস অর্থনীতির ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করেছে। আমরা যথাসম্ভব অনেক চাকুরি রক্ষায় সবকিছুই করবো। তিনি বলেন, করোনাভাইরাসে জরুরি পরিস্থিতির কারণে রিয়াল স্টেট অ্যাকশন ও তদারকি এবং বিভিন্ন রেস্তোরা ও ভেনু বন্ধ করে দেয়ায় বিজ্ঞাপনের আয় কমে যাওয়ায় আমাদের কমিউনিটি প্রিন্টিং এডিসন স্থগিত করা হয়েছে। করোনা মহামারি শুরুর আগেই অস্ট্রেলিয়ান অনেক মিডিয়া গ্রুপ প্রিন্ট সংস্করণ বন্ধ করে অনলাইনে চলে গেছে।

Share.