বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

করোনা ভাইরাস সংক্রমণ রোধে আরো কঠোর হচ্ছে পুলিশ

0

ঢাকা অফিস:  করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে পুলিশ আরো কঠোর হচ্ছে। আজ থেকে তাদের  কঠোর ভুমিকায় দেখা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে করোনাভাইরাস মোকাবিলায় করণীয় নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়। বৈঠকে আজ থেকে ঢাকা মহানগরে সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশ আরও কঠোর ভূমিকা পালন করবে বলে সিদ্ধান্ত হয়

Share.