করোনা ভাইরাস: সুস্থ জনসন পুরোপুরি দায়িত্বপালন শুরু করবেন আজ

0

ডেস্ক রিপোর্ট: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার ডাউনিং স্ট্রিটের বাসভবনে ফিরেছেন। রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় তিনি ১০ ডাউনিং স্ট্রিটে ফিরে আসেন বলে তার এক মুখপাত্র নিশ্চিত করেছেন। বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ জনসন দিন-রাত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কাটান। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রাজধানী লন্ডন থেকে ৬৪ কিলোমিটার উত্তরপশ্চিমে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি গ্রামীণ নিবাস চেকার্স কোর্টে দুই সপ্তাহ বিশ্রামে ছিলেন তিনি। ৫৫ বছর বয়সী এ ব্রিটিশ প্রধানমন্ত্রী আজ সোমবার থেকে পুরোপুরি দায়িত্বপালন শুরু করবেন বলে জানিয়েছেন এতদিন তার হয়ে কাজ চালিয়ে নেওয়া পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। করোনা ভাইরাস বিস্তার রোধে যুক্তরাজ্যজুড়ে জারি করা লকডাউনে এক মাস পার হয়েছে। এতে দেশটির অর্থনীতি কয়েকশ’ বছরের মধ্যে সবচেয়ে গভীর সঙ্কটে পড়াতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। অর্থনীতির এই পরিস্থিতিতে লকডাউন শিথিলের পরিকল্পনা প্রকাশ করার জন্য সরকারের ওপর চাপ বাড়ছে। এমন এক সময়েই ফের নিজ দায়িত্বে ফিরছেন জনসন। দায়িত্বে ফিরেই নিজের ডেস্কে বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ের স্টারমারের একটি চিঠি পাবেন তিনি। ওই চিঠিতে অর্থনৈতিক ও সামাজিক লকডাউন কখন এবং কীভাবে শিথিল করা হবে তার পরিকল্পনা প্রকাশ করতে তার প্রতি আহ্বান জানানো হয়েছে। কোভিড-১৯ এ যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা সোমবার সকাল নাগাদ ২০ হাজার ৭৯৫ জনে দাঁড়িয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান জানাচ্ছে। দেশটিতে শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৪ হাজার ছাড়িয়েছে।

Share.