বিনোদন ডেস্ক: অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস এবং তার গায়িকা স্ত্রী রিটা উইলসন করোনাভাইরাসে আক্রান্তের সুস্থ হয়েছেন। বর্তমানে তারা লস অ্যাঞ্জেলসের বাড়িতে আছেন। এর আগে অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায় তারা করোনাভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তের পর তারা কোয়ারেন্টিনে ছিলেন। আজ ব্যক্তিগত বিমানে চড়ে লস অ্যাঞ্জেলসে পৌঁছান টম-রিটা। জানা গেছে, এই দম্পতির উভয়ের বয়স ৬৩ বছর। গত ১১ মার্চ তারা করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। আক্রান্তের পর থেকেই তারকা এই দম্পতি নিজেদের সম্পর্কে আপডেট তথ্য ফ্যান-ফলোয়ারদের জানিয়ে আসছিলেন। এমনকি কোয়ারেন্টিনে থাকা অবস্থায় সময় কাটানোর জন্য নিজের ফোন নম্বরও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন টম। নিজেরা সচেতন থাকার পাশাপাশি তারা অন্যদেরও সচেতন করার ব্যাপারে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা পোস্ট দিয়েছেন।
করোনা ভাইরাস হেরে গেল হলিউড দম্পতির কাছে
0
Share.