করোনা: ভারতে প্রতি ঘণ্টায় মারা যাচ্ছে ৫০ জন

0

ডেস্ক রিপোর্ট:  ভারতে একদিনেই রেকর্ড ৯৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। গেল ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৫৫১ জন নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ৬২ হাজার ৪১৫ জনে দাঁড়িয়েছে।শুক্রবার প্রকাশিত করোনা আপডেটে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। যা গড়ে প্রতিঘণ্টায় ৫০ জনেরও বেশি। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৬ হাজার ২৭১ জনে দাঁড়িয়েছে। মৃতের হার ১.৬৭ শতাংশ। দেশটিতে এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৯ লাখ ৪৩ হাজার ৪৮০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৫ লাখ ৬২ হাজার ৪১৫ জন। গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০ হাজার ৮৮০ জন। এখনও পর্যন্ত দেশটিতে সুস্থতার হার ৭৭.৬৫%। শেষ ২৪ ঘণ্টায় ভারতে ১১ লাখ ৬৩ হাজর ৫৪২ জনের কোভিড-নাইনটিন পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।প্রাণঘাতী করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৯ লাখ ১৪ হাজারের কাছাকাছি। শনাক্ত হয়েছে ২ কোটি ৮৩ লাখের বেশি।আক্রান্তের তালিকায় ‍দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় স্থানে আছে ভারতের নাম।

Share.