ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালিজুড়ে দুঃসংবাদের মধ্যেও পাওয়া গেলো এক ইতিবাচক খবর। সেখানে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০১ বছর বয়সী এক নাগরিক। জানা গেছে, ১০১ বছরের ওই বৃদ্ধের বাড়ি ইতালির রিমিনিতে। তাকে ইতোমধ্যে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন। রিমিনির ভাইস মেয়র গ্লোরিয়া লিসি স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন ওই ব্যক্তি। গত সপ্তাহেই তাঁর শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি পাওয়া যাওয়াই হাসপাতালে ভর্তি করা হয়। লিসি আরও বলেন ‘১০০ বছর বয়সী বৃদ্ধের সুস্থ হয়ে যাওয়ার পর আমরা সবাই এখন গোটা দেশে আশার আলো দেখছি।’ লিসির কথায়, ‘রোজ ঘুম থেকে উঠি খারাপ খবর শুনি। এই ভাইরাসে প্রাণ হারাচ্ছেন মূলত বয়স্ক মানুষজনই। এমন সময় ১০০ বছরেরও বেশি বয়সী কারও সুস্থ হওয়াটা সত্যিই খুশির খবর।’ আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের হিসাব অনুযায়ী, ইতালিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৪৭২ জন। এমধ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ২৩ জনের।
করোনা যুদ্ধে জয়ী হলেন ইতালির ১০১ বছর বয়সী বৃদ্ধ
0
Share.