বুধবার, জানুয়ারী ২২

করোনা হাসপাতালে ২ কোটি টাকা দান করলেন অমিতাভ

0

বিনোদন ডেস্ক: করোনা মহামারির তাণ্ডবে ভারতজুড়ে চলছে হাহাকার। চলমান পরিস্থিতিতে করোনায় আক্রান্তদের পাশে দাঁড়াচ্ছেন বলিউড তারকারা। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অমিতাভ বচ্চন। দিল্লির শ্রী গুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার সেন্টারে দুই কোটি টাকা দান করেছেন তিনি।টুইট করে এ তথ্য নিশ্চিত করেছেন শিখ গুরুদ্বার ব্যবস্থাপক সমিতির সভাপতি মনজিন্দর সিং সিরসা। এছাড়া অমিতাভ অক্সিজেন সিলিন্ডারেরও ব্যবস্থা করে দেবেন বলে জানিয়েছেন তিনি।এদিকে অকালি দলের জাতীয় মুখপাত্র মনজিন্দর জানিয়েছেন, শিখদের এই ভূমিকায় বিগ বি গর্বিত। শিখেরা কিংবদন্তি। তাদের এই সেবামূলক কাজকে কুর্নিশ জানান তিনি।রোববার (৯ মে) টুইটারে একটি ছোট ভিডিও পোস্ট করেছিলেন অমিতাভ। সেখানে পুরো বিশ্বকে ভারতের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।টুইটারে অমিতাভ আরও বলেছেন, ভারত এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে। সেই লড়াই অনেকটাই সহজ হবে যদি বিশ্বের নানা প্রান্ত থেকে জরুরি ওষুধপত্র ভারতে এসে পৌঁছোয়। সঠিক চিকিৎসা এবং ওষুধের জোগান থাকলে এই যুদ্ধে ভারত অবশ্যই জিতবে।

Share.