ঢাকা অফিস: গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ২৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৫৬ জন। তবে কারও মৃত্যু না হওয়ায় এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জন অপরিবর্তিত রয়েছে । এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ১৯ লাখ এক হাজার ৭৯৫ জনে। বৃহস্পতিবার (২৬শে মে) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি করোনা পরীক্ষাগারে চার হাজার ৩১৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং পূর্বের কিছুসহ মোট চার হাজার ৩২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা দশমিক ৬৫ ভাগ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৬ ভাগ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।