বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

কর্মীদের সঙ্গে প্রতারণা, সতর্ক থাকতে দুবাই কন্স্যুলেটের অনুরোধ

0

ডেস্ক রিপোর্ট: কনস্যুলার সেবা সহজে পাইয়ে দেয়ার নামে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশি কর্মীদের সঙ্গে প্রতারণা করছে এক শ্রেণির প্রতারক চক্র। এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অফিসিয়াল ফেসবুক পেইজে জরুরি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কবার্তা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাসপোর্ট, জন্ম নিবন্ধন, এনআইডি ইত্যাদি কনস্যুলার সেবা সহজে পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবি করা হচ্ছে। তবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইনে কোন অর্থ গ্রহণ করে না। এমতাবস্থায়, কনস্যুলেটের অভ্যন্তরে নির্দিষ্ট কাউন্টার এবং রশিদ ব্যতীত কোন অর্থ লেনদেন না করার জন্য সকলকে অনুরোধ করা হয়। শুধু এই ০৪২৩৮৮১৯৯ টেলিফোন নম্বরের মাধ্যমে কনস্যুলেট হতে সেবাগ্রহীতাদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Share.