বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

কলকাতায় সালমানের শো, টিকিটের দাম জানলে আকাশ থেকে পড়বেন

0

বিনোদন ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর কলকাতায় শো করতে আসছেন বলিউড মেগাস্টার সালমান খান। সেই শো-এর টিকিটের দাম একটু বেশি হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে এতটাই বেশি যে টিকিটের আকাশছোঁয়া দাম জানলে আকাশ থেকে পড়বেন যে কেউ। সালমান খান তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি বিকাল ৫টায় কলকাতার ইকো পার্কে তার শো ‘দাবাং দ্য ট্যুর রিলোডেড’। ইতোমধ্যে ইন্টারনেটে মিলছে টিকিট। মাত্র ৯৯৯ থেকে শুরু করে সেই টিকিটের দাম লক্ষাধিক। টিকিটের দামে রয়েছে ৯ ভাগ। অনুষ্ঠানস্থলে বসে সালমানের শো দেখতে চাইলে টিকিটের দাম সর্বনিম্ন ১ লাখ থেকে শুরু করে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত গুণতে হবে। স্টেজের কাছে দাঁড়িয়ে এই শো দেখার টিকিটের দাম ৪ ও ৫ হাজার টাকা। সবচেয়ে কম দাম ফ্যান জোনের, যা স্টেজ থেকে প্রায় অনেকটাই দূরে, সেটির দাম ৯৯৯ টাকা। এর আগে ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন সালমান খান। মহামেডান স্পোর্টিং ক্লাবে একটি ফুটবল ম্যাচ খেলার কথা ছিল ভাইজানের। কিন্তু তিনি মাঠে পা রাখার খবরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় মাঠ ছেড়ে চলে যেতে হয় সালমানকে। এরপর আর কোনো শো বা ছবির প্রচারে কলকাতায় আসেনি ভাইজান। মাঝে কেটে গেছে এক দশকেরও বেশি সময়। অবশেষে ২০২৩ সালের জানুয়ারিতে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। প্রিয় তারকা সালমান খানের অপেক্ষায় তার লাখো ভক্ত-শুভাকাঙ্ক্ষী।

Share.