কলকাতা পৌরসভার পানি খেয়ে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০

0

ডেস্ক রিপোর্ট: কলকাতা পৌরসভার সরবরাহ করা পানি পান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।নিহতরা হলেন— পৌরসভার কর্মী ভুবনেশ্বর দাস ও আলিপুর মহিলা সংশোধনাগারের বিচারাধীন বন্দি রিমকি তামাং। পানিতে দূষণের জেরে তারা মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আনন্দবাজার জানিয়েছে, পৌরসভার শশী শেখর বসু রোড এবং আলিপুর মহিলা সংশোধনাগারসহ ৭৩ ও ৭৪ নম্বর ওয়ার্ডের কিছু এলাকার পানিতে দূষণ ছড়িয়ে পড়েছে। সেই পানি পান করে প্রায় ৭০ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। কেউ হাসপাতালে ভর্তি, কেউ বা বাড়িতে শয্যাশায়ী। কারা দপ্তর সূত্রের খবর, আলিপুর মহিলা সংশোধনাগারের চার বন্দিও অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে রিমকি তামাং সোমবার এসএসকেএমে মারা যান। অন্যদিকে এক সপ্তাহ ময়লাযুক্ত পানি পান করে অসুস্থ হয়ে পড়েন ভুবনেশ্বর দাস। ঘন ঘন বমি ও পায়খানা হতে থাকে। গত শনিবার সকালে পার্ক সার্কাসের একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়। সেদিন রাতেই তিনি মারা যান।স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর রতন মালাকার বললেন, ‘দিন চারেক আগে ডিএল খান রোডের একাংশে পানীয় জলের সঙ্গে পয়ঃনিষ্কাশনের পানি মিশে সংক্রমণ ছড়িয়েছিল। আমরা ওই এলাকায় পাইপ মেরামত করেছি। এখন কোনো সমস্যা নেই।তবে খাবার পানির সংক্রমণের শিকার হয়েছেন গোটা শশী শেখর বসু রোডের বাসিন্দারা। আমরা খবর পাওয়ামাত্রই জলে ব্লিচিং পাউডার মিশিয়েছি।

Share.