ডেস্ক রিপোর্ট: কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুলুয়ার একটি কারাগারে আগুন লেগে অন্তত ৪৯ জন মারা গেছেন। এ ছাড়া, আগুনের ধোয়ায় আরও ত্রিশ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওই কারাগারে মোট ১ হাজার ২৬৭ জন বন্দী আছেন। যে অংশে আগুন লেগেছে সেখানে ১৮০ জন বন্দী থাকতেন। কলম্বিয়ার কারাগারগুলোতে খুব গাদাগাদি অবস্থা। তবে কী কারণে এত কারাবন্দীর প্রাণহানির ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে কয়েদিদের মধ্যে সংঘর্ষের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। কলম্বিয়ার জাতীয় কারা সংস্থার প্রধান জেনারেল তিতো কাস্তেলেনাস বলেন, কারাবন্দীরা পালানোর চেষ্টার সময় নিজেদের ম্যাট্রেসে আগুন ধরিয়ে দিয়েছিলেন কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। এ ছাড়া, অন্য কোনো ঘটনা ঢাকতে সহিংসতা উসকে দেওয়া হয়েছে কি না, তা-ও জানার চেষ্টা চলছে। কাস্তেলেনাস আরও বলেন, ‘এটি এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা’। এ ঘটনায় শোক জানানোর পাশাপাশি তদন্তের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ইভান দুক। এক শোকবার্তায় তিনি বলেন, ‘ভাল্লে দেল কাওকা বিভাগের তুলুয়া এলাকার কারাগারে যা ঘটেছে, তা নিয়ে আমরা দুঃখ প্রকাশ করছি। জেনারেল তিতো কাস্তেলেনাসের সঙ্গে যোগাযোগ রাখছি। তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছি আমি। এর মধ্যে দিয়ে ভয়াবহ এ পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাব।’ দেশটির সরকারি হিসাব অনুসারে দেশজুড়ে বিভিন্ন কারাগারে ৮১ হাজার বন্দীর ধারণক্ষমতা থাকলেও বর্তমানে এগুলোতে প্রায় ৯৭ হাজার বন্দীকে রাখা হচ্ছে।
কলম্বিয়ায় কারাগারে আগুন লেগে অন্তত ৪৯ জনের মৃত্যু
0
Share.