কলম্বোতে পেট্রোলের জন্য পাম্পেই ১০ দিন চালকরা

0

ডেস্ক রিপোর্ট: বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে জ্বালানি আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। এ কারণে দেশটির জনগণ বিশেষত গাড়ির চালকরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। প্রতিটি পেট্রোল স্টেশনের সামনে দীর্ঘ সারি তৈরি হয়েছে। সেখানে অপেক্ষায় সময় পার করছেন চালকেরা। দেশটির নাগরিক প্রতীম একজন মিনিবাস চালক। তার বয়স ৪৩। দেশটিতে আগত বিদেশি পর্যটকদের বিভিন্ন পর্যটন স্থানে আনা-নেওয়া করেন। এভাবেই তার সংসার চলে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে জ্বালানি সংকটের কারণে আগের মতো দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে পারছেন না। দেশজুড়ে জ্বালানি সংকট তীব্র হওয়ার পর কলম্বো বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত দিনে তিন বার গাড়ি চালাতেন। কিন্তু এখন সেটাও সম্ভব হচ্ছে না। গত ১০ দিন ধরে মিনিবাস নিয়ে একটি পেট্রোল পাম্পের সামনে অপেক্ষা করছেন তিনি। ওই পেট্রোল পাম্পের সামনে ৫ কিলোমিটার দীর্ঘ সারি তৈরি হয়েছে। নিজের অভিজ্ঞতা সম্পর্কে প্রতীম বলেন, গত বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে গাড়ির ভেতরেই রাতে ঘুমাচ্ছেন। গাড়ির ভেতরে ঘুমানোর অভ্যাস না থাকলেও তার কিছু করার নেই। দিনের একটা সময় তার ছেলে বা ভাই আসে। তখন তাদের কাছে গাড়ির চাবি দিয়ে তিনি কয়েক ঘণ্টার জন্য বাড়িতে চলে যান। তারপর বাড়ি থেকে ফিরে আবার গাড়িতে বসে থাকেন। তবে অনেকের বাড়ি শহরের বাইরে হওয়ার কারণে তারাও প্রতীমের মতো বাড়িতেও যেতে পারেন না। আরেক গাড়ির চালক নিশান্ত ও হেল্পার গোনা জানান, তাদের বাড়ি শহরের বাইরে হওয়ার কারণে তারা বাড়ি যেতে পারেন না। শহরের গণশৌচাগারেই তাদের প্রাত্যহিক কাজ শেষ করতে হয়। প্রতিবার প্রস্রাবের জন্য ২০ রুপি আর গোসলের জন্য ৮০ রুপি খরচ হয়।

Share.