বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

কলেজে যাওয়ার কথা বলে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত প্রেমিকা

0

ঢাকা অফিস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার প্রেমিকসহ দুইজন। নিহত প্রেমিকার নাম মোরশেদা আক্তার (১৯)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন। নিহত মোরশেদা আক্তার নরসিংদীর কান্দাইল ইউনিয়নের ছোট বোনাইদ এলাকার শওকত আলীর মেয়ে এবং স্থানীয় পাচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। ওসি মোজাফ্ফর হোসেন জানান, মঙ্গলবার বাংলাদেশ সময় সকালে মোরশেদা আক্তার বাড়ি থেকে কলেজ যাওয়ার কথা বলে তার প্রেমিক একই এলাকার আনোয়ার হোসেনের সঙ্গে ঘুরতে বের হন। তারা ভুলতা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে পূর্বাচলের দিকে যাচ্ছিলেন। ‌‘পথে এশিয়ান হাইওয়ে সড়কে কালাদী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই কলেজছাত্রীর মৃত্যু হয়।’ আহত প্রেমিক আনোয়ার হোসেন ও সিএনজিচালক হাসান মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

Share.