বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

কলেজ ছাত্রীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা

0
ঢাকা অফিস: যশোরের চৌগাছা উপজেলায় এক কলেজ ছাত্রীকে (১৭) ধর্ষণে ব্যর্থ হয়ে, বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে, মুসা ব্যাপারী (২৫) নামে এক গরু ব্যবসায়ী। বর্তমানে ভুক্তভোগী ছাত্রী চৌগাছা উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হত্যা চেষ্টার শিকার মেয়েটি চৌগাছার একটি কলেজের ১ম বর্ষের ছাত্রী। রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। ভূক্তভোগী শিক্ষার্থীর মা জানান, রবিবার বাংলাদেশ সময় রাতে আমার মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরের কাঁচা বাথরুমে গেলে মুসা ব্যাপারী তাকে পেছন থেকে জাপটে ধরে। গামছা দিয়ে মুখ বেধে ধর্ষণের চেষ্টা চালায়। আমার মেয়ে বাধা দিলে এক পর্যায়ে তাকে একটি পানির বোতলে থাকা কীটনাশক জোর করে মুখে ঢেলে দেয়। পরে, মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে উদ্ধার করে, চৌগাছা ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তিনি ঘটনার বর্ণনা করে আরও বলেন, মুসা ব্যাপারী দীর্ঘদিন যাবত আমার মেয়েকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। আমার মেয়ে তা প্রত্যাখান করার কারণে, এই জঘন্য ঘটনা ঘটিয়েছে। এবিষয়ে, ঘটনার দিন রাতেই থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। এসময়, অভিযুক্ত ব্যক্তির বড়ভাই আয়ূব হোসেন সহ কিছু মানুষ এবিষয়ে মামলা না করার অনুরোধ করেছেন বলে জানান তিনি। চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার ডাক্তার ফাতেমা খাতুনের উদ্ধৃতি দিয়ে বলেন, ওয়াশ করার পর বর্তমানে কিছুটা সুস্থ আছে। মেয়েটিকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এই ঘটনার পর, চৌগাছা থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে জানতে গেলে, চৌগাছা থানার ওসি, রিফাত খান রাজীব বলেন, লিখিত অভিযোগ পেয়ে রাতেই অভিযুক্তকে আটকের জন্য অভিযান পরিচালনা  করেছি। তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।
Share.