বুধবার, জানুয়ারী ২২

কাঁধ খোলা পোশাকে তাক লাগালেন মধুমিতা

0

বিনোদন ডেস্ক:  কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ভরা বর্ষায় নেমে পড়লেন সুইমিং পুলে। লাভ আজ কাল পরশু ছবির নায়িকা জলকেলির কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে।স্নান পোশাক নয়, সবুজ রঙের একটি অ্যাসিমেট্রিক গাউন পরে পুলে নেমে পড়লেন মধুমিতা। সেখানে তাকে দেখা যায়, খোলা চুল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে আঁকা সবুজ রঙে।চিনি ছবির অভিনেত্রী পুলে নেমেই নিজেকে ভিজিয়েছে। ক্যামেরার লেন্স থেকে চোখ সরেনি তার। মুখে খেলে যাচ্ছে নানা ধরনের অভিব্যক্তি। মধুমিতা তখন আর টালিউডের ‘চিনি’ নন। তার চোখ মুখ জুড়ে লাস্য।বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে অবিরত ভিজে চলেছেন তিনি। পানি নিয়ে খেলা করছেন মধুমিতা। ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘বৃষ্টি এবং সুইমিং পুল। কেমন হয় ব্যাপারটা?’

Share.