বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

0

ঢাকা অফিস:  রাজধানীর উত্তরায় ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অনিবন্ধিত ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাবার তৈরি করায় শনিবার (১২ জুন) রাজধানীর উত্তরা ১১ নং সেক্টরে ভেজালবিরোধী অভিযানকালে এই জরিমানা করা হয়।এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন।মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাবার তৈরি করার দায়ে রেস্টুরেন্টকে জরিমানা ও তাৎক্ষণিক তা আদায় করা হয়। পরে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট প্রদান করা হয়।অভিযানকালে আরও উপস্থিত ছিলেন- মনিটরিং অফিসার, নিরাপদ খাদ্য পরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।

Share.