বিনোদন ডেস্ক: পবিত্র ঈদুল আজহায় জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির বর্ণাঢ্য আয়োজনে ‘রহিম রূপবান’ শিরোনামে একটি একক নাটকে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তাসনিয়া ফারিণ।রাসেল আজমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পথিক সাধন। নাটকটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, নিকুল কুমার মন্ডল, হানিফ পালোয়ান, শাহবাজ সানি, অপু সরকার প্রমুখ।নাটকটির গল্প প্রসঙ্গে রাসেল জানিয়েছেন, ‘নাটকে জোভান অভিনয় করেছেন বাড়ির দারোয়ান রহিম চরিত্রে আর তাসনিয়া ফারিণ অভিনয় করেছেন একই বাড়ির কাজের মেয়ে রূপবান চরিত্রে। রহিম রূপবানকে মনে মনে ভালোবাসে। কিন্তু ঝামেলা হচ্ছে, রূপবান টিকটক করে, সেখানে তাঁর নাম রূপসী রূপবান। টিকটকে তাঁর প্রচুর ফ্যান-ফলোয়ার। বাড়িতে প্রায় দেখা করতে আসে তাঁর ভক্তরা, যেটা নিয়েই রহিমের যত আপত্তি। টিকটককে কেন্দ্র করে নাটকের গল্প এগিয়ে যাবে’।
কাজের বুয়া চরিত্রে ফারিণ, টিকটকে নাম রূপসী রূপবান
0
Share.