শনিবার, ডিসেম্বর ২৮

কাতারে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়াল

0

ডেস্ক রিপোর্ট: কাতারে শনিবার নতুন করে এক হাজার ৫৪৭ জন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে, এতে দেশটিতে মোট শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে।প্রায় ২৭ লাখ লোকের জ্বালানি সমৃদ্ধ উপসাগরীয় দেশটিতে লোকসংখ্যার তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক বেশি। দেশটিতে মৃতের সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে। খবর রয়টার্স ও গালফ নিউজের।মানবাধিকার গোষ্ঠীগুলোর তথ্যানুযায়ী, কাতারের বাসিন্দাদের মধ্যে মাত্র প্রায় ৩ লাখ কাতারের নাগরিক আর বাকি অধিকাংশই অভিবাসী শ্রমিক, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মূলত এদের মধ্যেই বেশি ছড়িয়েছে। এদিকে শনিবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। চীনের উহানে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার দুমাস পর ২ মার্চ সৌদি আরবে প্রথম একজন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়।তারপর থেকে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে আড়াই মাসের মধ্যে আধা লাখ ছাড়িয়ে গেল। অন্যদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।রোববার সকাল পর্যন্ত সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ২১ হাজার ৮২৮ জন। মারা গেছেন ৩ লাখ ১৩ হাজার ২২৬ জন।যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

Share.