কাতারে বাড়ছে করোনা, মাসজুড়ে বিধিনিষেধ

0

ডেস্ক রিপোর্ট: কাতারে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগের জারিকৃত বিধিনিষেধ আগস্ট মাস জুড়ে জারি থাকবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। স্থানীয় বাসিন্দা ও অভিবাসীদের এসকল বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।কাতারের করোনা পরিস্থিতি দীর্ঘদিন স্বাভাবিক থাকার পর, আবারো নতুনভাবে হঠাৎ করে বেড়েছে আক্রান্তের সংখ্যা, লাফিয়ে বাড়ছে আক্রান্তের হারও।এতে দেশটির চলমান বিধিনিষেধ আগস্ট মাস জুড়ে জারি থাকবে। এ সময় স্থানীয় বাসিন্দা ও অভিবাসীদের মেনে চলতে হবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত আইন কানুন। বিধিনিষেধ না মানলে গুনতে হবে জরিমানা, এমনকি হতে পারে জেলও।সুরক্ষিত থাকার পাশাপাশি জরিমানার হাত থেকে বাঁচতে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে জানান প্রবাসী বাংলাদেশিরা।কাতার সরকারের আগের ঘোষণা অনুযায়ী ৩০ জুলাই চতুর্থ ধাপে বিধিনিষেধ প্রত্যাহারের কথা ছিল। হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসে আগস্ট মাসজুড়ে নতুন করে বিধিনিষেধ জারি করে কাতার। দেশটিতে সোমবারও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন দেড়শ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ কিছুটা বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৭ হাজার ৬৪৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৮৯ জন।আর গতকাল সোমবার ৭ হাজার ৩৪৮ জনের মৃত্যু এবং ৪ লাখ ৬৬ হাজার ৩৯ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে ওয়ার্ল্ডওমিটার। গত তিনদিনে করোনার আক্রান্ত-মৃত্যুর সংখ্যাও ছিল নিম্নমুখী।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share.