কাতারে শিগগিরই দূতাবাস খুলছে সৌদি আরব

0

ডেস্ক রিপোর্ট: সৌদি আরব খুব শিগগির কাতারে দূতাবাস খুলছে বলে ঘোষণা দিয়েছে।এর মধ্য দিয়ে উপসাগরীয় এ দুটি দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিবাদের অবসান ঘটতে যাচ্ছে।  খবর ইয়েনি সাফাকের।সৌদি পররাষ্ট্রমন্ত্রী পিন্স ফয়সাল বিন ফারহান শনিবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন। তিনি বলেন, আমরা কয়েক দিনের মধ্যেই যাতে দোহায় আমাদের দূতাবাসটি খুলে দিতে পারি সেই পদক্ষেপ গ্রহণ করেছি।  এ সময় জর্ডানের পররাষ্ট্র মন্ত্রী আয়মান সাফাদিও তার সঙ্গে ছিলেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, এখন থেকে আমরা কাতার সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক জোরদার করবো। এর আগে গত ৫ জানুয়ারি সৌদি আরবে উপসাগরীয় দেশগুলোর এক শীর্ষ সম্মেলনে কাতারের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমঝোতা হয় সৌদি আরব, মিসর, আরব আমিরাত ও বাহরাইনের। এর পরই সৌদি আরবের আকাশপথ, জল ও স্থলসীমান্ত কাতারের জন্য খুলে দেওয়া হয়। ২০১৭ সালে হঠাৎ করে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ তুলে মধ্যপ্রচ্যে ওই চার দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

Share.