কানাডার ৬২ নাগরিকের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

0

ডেস্ক রিপোর্ট: কানাডার ৬২ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। শুক্রবার (৫ জুলাই) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশের কর্মকর্তা, সাংবাদিক এবং সামরিক বিশেষজ্ঞ ও গির্জার প্রধানদের ওপর কানাডা নিষেধাজ্ঞা দেওয়ায় রাশিয়া পাল্টা ব্যবস্থা হিসেবে এ নিষেজ্ঞা আরোপ করেছে।  রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, রুশ নিষেধাজ্ঞার আওতায় কানাডার সরকারি কর্মকর্তা, রাজনীতিক বিশ্লেষক, শিল্পী ও ধর্মগুরুরা আছেন। নিষেধাজ্ঞা আরোপ করা কানাডার নাগরিকদের নামের তালিকা প্রকাশ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরও বলেছে, কানাডার সরকার প্রধান জাস্টিন ট্রুডু রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

Share.