ডেস্ক রিপোর্ট: কানাডার পশ্চিমাঞ্চলে আদিবাসী অধ্যুষিত এলাকায় আরও দুটি ক্যাথলিক গির্জা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে।ব্রিটিশ কলাম্বিয়ায় সেইন্ট অ্যান’স ও চোপাকা নামের ওই দুটি গির্জায় আগুন লাগার ব্যবধান ছিল ঘণ্টাখানেক। দুটি ভবনই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং অগ্নিকাণ্ডের এ ঘটনাকে ‘সন্দেহজনক’ হিসাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।এর আগে গত সপ্তাহের সোমবার কানাডায় জাতীয় আদিবাসী জনগোষ্ঠী দিবস উদ্যাপনের দিনও ব্রিটিশ কলাম্বিয়ায় আরও দুটি ক্যাথলিক গির্জা আগুনে ভস্মীভূত হয়েছিল।আগের অগ্নিকাণ্ডগুলোর পাশাপাশি নতুন দুই অগ্নিকাণ্ডেরও তদন্ত চলছে, এখনো কোনো অভিযোগ আসেনি বা কেউ গ্রেফতার হয়নি, বলেছেন রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) সার্জেন্ট জেসন বেইদা।কানাডায় উনিশ ও বিশ শতকে আবাসিক বিদ্যালয় হিসাবে ব্যবহৃত হতো এমন দুটি এলাকায় কয়েকশ’ অচিহ্নিত কবর আবিষ্কারের পর সৃষ্ট উদ্বেগের মধ্যে এক সপ্তাহের ব্যবধানে চারটি ক্যাথলিক গির্জায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
কানাডায় আরও ২ গির্জায় আগুন
0
Share.