রবিবার, নভেম্বর ২৪

কানাডায় ছুরি হামলায় সন্দেহভাজন এক ঘাতকের মরদেহ উদ্ধার

0

ডেস্ক রিপোর্ট: কানাডার সাসকাচোয়ান প্রদেশে সিরিজ ছুরি হামলায় সন্দেহভাজন দুই ঘাতকের মধ্যে এক ঘাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার ভোরে একটি বিরল জনবহুল আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ছুরিকাঘাতে গণহত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়। সোমবার ৩১ বছর বয়সি ডেমিন স্যান্ডারসন নামে এক ঘাতকের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন ছিল। পুলিশের ধারণা, রবিবার হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন অপর ব্যক্তি মাইলি স্যান্ডারসনই ভাই ডেমিনকে হত্যা করেছে। আর মাইলিকে গ্রেপ্তারে তল্লাশি অভিযান পরিচালনা করছে পুলিশ। বর্তমানে তিনি রেজিনা শহরে লুকিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ৩০ বছর বয়সি মাইলির বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। কানাডায় ছুরিকাঘাতে ২৫ জন হতাহতের ঘটনা খুবই বিরল এবং দেশটির ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা। এ ঘটনার প্রতিক্রিয়ায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে বলেছেন, ‘ভয়াবহ হামলায় আমি মর্মাহত ও বিধ্বস্ত। কানাডিয়ান হিসেবে, আমরা এই মর্মান্তিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে এবং সাসকাচোয়ানের জনগণের উদ্দেশ্যে শোক প্রকাশ করছি।’

Share.