ডেস্ক রিপোর্ট: কানাডায় তীব্র দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে পাঁচশ’র কাছাকাছি দাঁড়িয়েছে। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশেই মারা গেছেন ৪৮৬ জন।আরও বেশ কয়েক দিন কানাডায় এমন দাবদাহ বিরাজ করবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।বুধবার রয়টার্স জানায়, দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে উল্লেখে করেছে গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত প্রদেশটিতে গরমে এত মানুষের মৃত্যু হয়েছে। যাদের বেশির ভাগই বয়স্ক।মঙ্গলবার (২৯ জুন) দেশটির ইতিহাসে সর্বোচ্চ ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। পরিস্থিতি অবনতি হওয়ায় কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।তীব্র গরমে পুড়ছে কানাডা। দাবদাহ থেকে বাঁচতে সমুদ্রসৈকতে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। কেউ আবার একটু স্বস্তি পেতে ঠাঁই নিয়েছেন গাছের নিচে।তীব্র গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। গরমে বাইরে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে।
কানাডায় তীব্র দাবদাহে মৃতের সংখ্যা বেড়ে ৫০০
0
Share.