বিনোদন ডেস্ক: বিশ্বের বুকে আবারও বাংলাদেশের জয়জয়কার। তাও চলচ্চিত্র দিয়ে। বিশ্বের অন্যতম প্রাচীন ও গৌরবময় চলচ্চিত্র উৎসব কানে প্রশংসিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সম্মানজনক এই উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শনের পর পেয়েছে স্ট্যান্ডিং ওভেশন, যা কানের ইতিহাসে বিরল।কানের ইতিহাসে এমন দৃশ্য বিরল। সিনেমার প্রদর্শন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দর্শকদের করতালি। স্ট্যান্ডিং ওভেশন পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি ‘রেহানা মরিয়ম নূর’ এ অনবদ্য অভিনয় করা আজমেরি হক বাঁধন। আবেগে তাই কেঁদেই ফেলেন তিনি।পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদের বানানো ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি কানে প্রদর্শিত হওয়ার পর এমনই আবেগঘণ মুহূর্তে ভাসেন পুরো টিম। বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটে কানের ডবসি থিয়েটারে প্রদর্শনী শুরু হয়। ছবিটির শুরু থেকে শেষ পর্যন্ত ছিল হলভর্তি দর্শক। দর্শকদের ভালোবাসার প্রত্যুত্তরে স্যালুট জানান পরিচালক সাদ।সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করা বাঁধন জানান, এই সম্মান শুধু ‘রেহানা মরিয়ম নূর’ এর সঙ্গে জড়িতদের একার সম্মান নয়। এটা পুরো বাংলাদেশের সম্মান। তার ভাষায়, ‘এ কৃতিত্ব হচ্ছে আমার পরিচালকের আর আমার টিমের। এটি আসলে আমাদের একার কারো না। এটি সবার জন্য ছিল। সবার কষ্টের ফল আজকে এখানে এসে পৌঁছেছে।’কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ ক্যাটাগরির প্রথম সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ সবার বিশেষ নজরে প্রথম থেকেই ছিল। প্রদর্শনীর পর প্রশংসা এবং ভালোবাসা দুটিই পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’।আঁ সার্তে রিগা ক্যাটাগরিতে সাধারণত এমন সব চলচ্চিত্রকে নির্বাচিত করা হয়, যেগুলো একটু ভিন্ন চিন্তা নিয়ে তৈরি। যেগুলোর সুনির্দিষ্ট বার্তা রয়েছে৷ সিনেমা শুরুর আগে থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, কলাকুশলী, সমালোচকরা। ওয়ার্ল্ড প্রিমিয়ারের পরে হলজুড়ে দর্শকদের অভিবাদন বলে দেয় সার্থক ‘রেহানা মরিয়ম নূর’ দল।
কানে প্রশংসিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’
0
Share.