ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের রাজধানী কাবুলে সংসদ সদস্য খান মোহাম্মাদ ওয়ারদাককে হত্যার উদ্দেশ্যে চালানো বোমা হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। তবে মোহাম্মাদ ওয়ারদাক হামলা থেকে বেঁচে গেছেন। জানা যায়, এ হামলায় আরও ২০ জন আহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।আফগান স্বরাষ্ট্রমন্ত্রী মাসউদ আন্দারাবি জানান, সংসদ সদস্যের যাওয়ার পথে পার্ক করা কোনো গাড়িতে বোমা ছিল নাকি বোমাবহনকারী কোনো গাড়ি হামলাকারী ড্রাইভ করে নিয়ে এসেছে তা এখনো জানা যায়নি। এমনকি এখনও কোনো সংগঠনের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করেনি। প্রায় ২০ বছর ধরে চলা যুদ্ধ শেষ করার উপায় খুঁজতে আফগানিস্তানের সরকার ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে আলোচনা চলছে। কিন্তু শান্তি আলোচনা সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়ে গেছে, বিশেষ করে বোমা হামলার ঘটনা।
কাবুলে বোমা হামলায় নিহত ৯
0
Share.