কাভার্ডভ্যানের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

0

ঢাকা অফিস: গাজীপুরে শনিবার কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম আনিসুর রহমান (২৩)। সে শ্রীপুর উপজেলার গলদাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আনিছুর ঢাকার উত্তরা ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্র ছিলেন। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. মশিউর রহমান জানান, শনিবার মোটর সাইকেলে চড়ে আনিছুর রহমান ঢাকা যাচ্ছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান ওই মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিছুর রহমান নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

Share.