শুক্রবার, ডিসেম্বর ২৭

কাভার্ডভ্যানের নিচে চাপা পরে প্রাইভেটকার আরোহী যুবক নিহত

0

ঢাকা অফিস: ঢাকার ওয়ারীর টিকাটুলি কাভার্ডভ্যানের নিচে চাপা পরে প্রাইভেটকার আরোহী মোঃ মহিউদ্দিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার(৮ নভেম্বর) গতরাতে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত তিনটার দিকে মৃত ঘোষণা করেন। ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নেসার উদ্দিন জানান, ওয়ারীর টিকাটুলি আর এফ এল এর বিপরীত পাশে হানিফ ফ্লাইওভারের নিচে একটি ট্রাক স্টিলের রোল ভর্তি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারের উপর উল্টে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই প্রাইভেটকার চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার পূর্বচর গ্রামের তোফাজ্জল হোসেনের সন্তান। তিনি জানান আমরা জানতে পেরেছি নিহত মহিউদ্দিন নিজেই মালিক ছিলেন উবারে চালাতেন। ওই ঘটনায় ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

Share.