কামরাঙ্গীরচরে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ সিয়ামের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

0

ঢাকা অফিস: কামরাঙ্গীরচরের বাসার ছাদে নতুন বছর উপলক্ষে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ সিয়াম (১৬) চিকিৎসাধীন শেখ হাসিনা জাতীয় বার্নে মৃত্যু হয়েছে। দগ্ধ সিয়ামের বাবা স্বপন বেপারী জানান, নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে কেরোসিন তেলে আগুন ধরে যায়,পরে আগুন নেভাতে গিয়ে আমার দুই ভাইসহ আমার ছেলে দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে আমার দুই ভাই কে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে সোমবার(১ ডিসেম্বর) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্নের হাই ডিফেন্ডেন্সি ইউনিটি(এইচডিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মোঃ তরিকুল ইসলাম জানান, ইংরাজি নতুন বছর উপলক্ষে রাতে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হয়ে তিনজন আমাদের এখানে আসে।তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।পরে সিয়াম নামের এক কিশোরকে ভর্তি দিলে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যায়।তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল বলেও জানান তিনি।

Share.