শুক্রবার, মার্চ ২১

কারাগারে বন্দিরা ইফতারে কী খেতে পাচ্ছেন?

0

ঢাকা অফিস:চলছে পবিত্র রমজনা মাস। রমজান উপলক্ষে বন্দিদের জন্য প্রতিবছরই ইফতার আয়োজন করে আসছে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ। ইফতার আয়োজন ঘিরে ভোর থেকেই কর্মচঞ্চল কারাগার। কাজে শামিল কয়েদিরাও। ভোর থেকেই শুরু হয় ইফতার তৈরির বিশাল এই কর্মযজ্ঞ। রান্নার বাবুর্চি থেকে শুরু করে ইফতার বণ্টন কিংবা বিতরণ, সবকিছুর দায়িত্বেই জেলখানার এই বন্দিরা। এছাড়া, স্বজনদেরও রয়েছে কারাগারের ভেতরে বন্দি থাকা পরিবারের মানুষটির কাছে ইফতার পাঠানোর সুযোগ। প্রতিদিন বেলা ১২টার দিকে শেষ হয় ইফতার তৈরির কাজ। এরপর বিকেল পর্যন্ত চলে বিতরণ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজের ইফতার সংগ্রহ করে জেলখানার কয়েদিরা। এরপর ফিরে যান নিজ নিজ সেলে।রমজানে একজন বন্দির ইফতার বাবদ বরাদ্দ ৩০ টাকা। যাতে থাকছে মুড়ি, ছোলা, পিঁয়াজু, খেজুর, কলা ও জিলাপী।মাগরিবের আজান দিতেই একসঙ্গে শুরু করেন ইফতার। এরপর বন্দিরা নিজেদের মধ্যে আদায় করেন নামাজ, আর প্রার্থনা করেন মহান রবের সন্তুষ্টির। ভিন্ন ধর্মাবলম্বী কিংবা যারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য থাকছে নিয়মিত খাবারের ব্যবস্থা। কারা বিধির বাইরে কাউকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে না বলে জানায় কারা কর্তৃপক্ষ।কারাগারকে স্বচ্ছ, সেবাধর্মী এবং অপরাধীদের সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নানা সংস্কারের কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।তিনি বলেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে কমপ্রেহেনসিভ একটা বন্দি ম্যানেজমেন্টের সফটওয়ার আমরা ডেভলপ করার চেষ্টা করেছি যাতে করে বন্দিরা সেবা পায়। বন্দিদের আত্মীয় স্বজন যাতে কারাগারে এসে হয়রানির শিকার না হন।সাড়ে ৪ হাজারেরও বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা ৮ হাজারেরও বেশি।

Share.