কারাগারে বিয়ে করলেন জুলিয়ান

0

ডেস্ক রিপোর্ট: পূর্ব লন্ডনের বেলমার্শ কারাগারের ভেতরেই বিয়ে করলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এবং তার দীঘর্থদিনের বান্ধবী স্টেলা মরিস। এ সময় বরের বাবা, ভাই ও দুই ছেলে, দুইজন সাক্ষী এবং দুই নিরাপত্তারক্ষী উপস্থিত ছিলেন। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স বিয়ের কিছু ছবি প্রকাশ করেছে। তবে ছবিতে স্টেলা মরিসের সরব উপস্থিতি থাকলেও নেই জুলিয়ানের ছবি।অ্যাসাঞ্জের বয়স ৫০। আর স্টেলা তার থেকে ১২ বছরের ছোট। বিবিসি জানায়, যুক্তরাজ্যের শীর্ষ ফ্যাশন ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড কনে মরিস এবং বর অ্যাসাঞ্জের বিয়ের পোশাকের নকশা করেছেন। এক হাতে মুঠো ভরা ফুল নিয়ে সাদা গাউন পরে বিয়ের অনুষ্ঠানে আসেন মরিস। বিয়ের আনুষ্ঠানিকতায় সবাইকে নিয়ে কেক কাটেন মরিস। কেকের উপরে ছিল বর-কনের প্রতীকী মূর্তি। কেকের বাহারি ফুলের পাশেই ছিল অ্যাসাঞ্জের ছবি, যার মুখ আটকানো ছিল মার্কিন পাতাকায়। আর একটি ছবিতে তাদের দুই সন্তানকে দেখা যায়। ওয়ালম্যাটে সোনালি ফ্রেমে সাদা কাপড়ের মাঝে ফুটিয়ে তোলা হয়েছে গোপন নথির প্রতীকী ছবি, যেসব নথি ফাঁসের কারণে বন্দি জীবন কাটাচ্ছেন অ্যাসাঞ্জ। আর ফুলের বাক্সের গায়ে অ্যাসাঞ্জের ছবি সম্বলিত ছোট ছোট পোস্টারে লেখা ‘অ্যাসাঞ্জকে প্রত্যর্পণ করবেন না’। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অনেকে আসেন। কারাগারের বাইরে অতিথিদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য দেন স্টেলা মরিস। তিনি বলেন,‘আমি খুব খুশি এবং সেই সঙ্গে ভারাক্রান্ত। জুলিয়ানকে আমি সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসি। ও যদি এখন আমার পাশে থাকত…।’ অ্যাসাঞ্জকে বন্দি করে রাখাকে ‘নিষ্ঠুর ও অমানবিক’ হিসেবে বর্ণনা করেন তার স্ত্রী। তিনি বলেন,‘একে অপরের প্রতি ভালবাসাই আমাদের বয়ে নিয়ে যাচ্ছে। সে (অ্যাসাঞ্জ) আশ্চর্য একটি মানুষ।’

Share.