মঙ্গলবার, ডিসেম্বর ২৪

কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য মিথ্যা তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে: আরাফাত

0

ঢাকা অফিস: গণমাধ্যমে সংবাদ প্রচারের ক্ষেত্রে সঠিক চর্চা হলে অপতথ্য রুখে দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার (৪ মে) জাতীয় প্রেসক্লাবে সম্পাদক পরিষদের আয়োজনে ‘গ্রহের জন্য গণমাধ্যম: পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা’ বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, সকল সমালোচনাকে স্বাগত জানাই। তবে কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য মিথ্যা তথ্য প্রচার করা থেকে বিরত থাকতে হবে। তিনি গণমাধ্যম আইনটি নিয়ে নতুন করে কাজ শুরু করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আলোচনায় গণমাধ্যম ব্যক্তিত্বরা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আইন দরকার। ভালো সংবাদ করলে সাংবাদিকদের সুরক্ষা দরকার। তারা বলেন, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা অগণতান্ত্রিক। এসব কারণেই আর্থিক অনিয়ম রোধ করা যাচ্ছে না।

Share.