বুধবার, জানুয়ারী ২২

কার্যকারিতা বাড়াতে টিকা মিশ্রণের পরিকল্পনা চীনের

0

ডেস্ক রিপোর্ট: কার্যকারিতা বাড়াতে নিজেদের তৈরি টিকার সঙ্গে অন্যান্য টিকা মেশানোর পরিকল্পনা করেছে চীন। দেশটির শীর্ষ রোগ নিয়ন্ত্রণ বিষয়ক এক কর্মকর্তা এ খবর দিয়েছেন।চীনের চেঙ্গদু শহরে এক সম্মেলনে শনিবার চীনা রোগ রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক গাও ফু বলেন, কার্যকারিতার দিক থেকে চীনা টিকার হার খুব বেশি না। কার্যকারিতার হার কীভাবে বাড়ানো করা যায় তা বিজ্ঞানীদের বিবেচনা করা দরকার।তিনি বলেন, টিকা মিশ্রিত করা ও টিকাদানের পদ্ধতিগুলো সমন্বয়ের মাধ্যমে এই সমস্যার সমাধান করা যাবে। চীন চারটি নিজস্ব টিকা জনসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। চলতি বছরের শেষ নাগাদ দেশটি ৩০০ কোটি ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।ব্রাজিলের একটি ক্লিনিকাল ট্রায়ালে চীনের সিনোভ্যাক টিকার কার্যকারিতা হার ৫০ ভাগের চেয়ে কিছু বেশি ছিল। আর তুরস্কের একটি পৃথক গবেষণা বলেছে যে এটি ৮৩.৫ ভাগ কার্যকর।চীনের সিনোফার্মের তৈরি একটি টিকার কোনো কার্যকর কার্যকারিতার তথ্য প্রকাশ করা হয়নি। দুটি টিকার অন্তর্বর্তীকালীন ফলাফলের ভিত্তিতে যথাক্রমে ৭৯.৪ ভাগ ও ৭২.৫ ভাগ কার্যকর হতে পারে।

Share.