বুধবার, জানুয়ারী ২২

কার পরিচয়ে সন্তানকে বড় করতে চান সদ্য মা নুসরাত জাহান

0

বিনোদন ডেস্ক: মা হয়েছেন তিনি নুসরাত জাহান। অনেক বিতর্ক, অনেক সমালোচনা, ট্রোলিংকে উপেক্ষা করে নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক নামজাদা বেসরকারি হাসপাতালে বেলা ১টা নাগাদ সি-সেকশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া থেকে লেবার রুম, সর্বক্ষণই নায়িকার পাশে ছিলেন তার চর্চিত বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত। তবে প্রশ্ন থেকেই যায়, কার পরিচয়ে বড় হবে নুসরাত জাহানের পুত্র সন্তান? জানা যায়, বাবার পরিচয় ছাড়াই তার সন্তানকে জন্ম দিয়ে, তাকে নিজের পরিচয়েই বড় করতে চান সদ্য মা নুসরাত জাহান। ভবিষ্যতে তিনি কোনো সম্পর্কে নিজেকে বাঁধবেন কিনা তা সময় বলবে। কিন্তু আপাতত তার সন্তানের কাছে তিনিই মা, তিনিই বাবা। এখনো ছেলের কোনো ছবি প্রকাশ্যে আনেননি নুসরাত। এমনকি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সন্তান হওয়ার খবরও তিনি শেয়ার করেননি। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সন্তানকে চোখে হারাচ্ছেন নতুন মা। সর্বক্ষণ তাকে নিজের কাছে কাছে রাখছেন।সূত্র মারফত জানা গেছে, যশের ইংরেজি নামের সঙ্গে মিলিয়ে Y- দিয়েই নাম দেওয়া হয়েছে নুসরাতের ছেলের। তার নাম দেওয়া হয়েছে ঈশান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত নিজের পরিচয়েই তিনি রাখতে চান ছেলেকে। এখনো বাবার নাম হিসেবে কারো ‘নাম’ সামনে আনেননি সেখানেও। সন্তানের পিতৃপরিচয় এখনও জানা না গেলেও সাধারণ মানুষ থেকে তারকা, প্রত্যেকেই ধরে নিয়েছেন যশই সদ্যোজাতের বাবা। তাই অনেকেই যশ’কে শুভেচ্ছা জানাচ্ছেন। তার সোশ্যাল মিডিয়ায় একাধিক দাবি উঠছে, সদ্যোজাতর ছবি প্রকাশ্যে আনার জন্য। জীবনের এই শ্রেষ্ঠ মুহূর্তটিতে সবসময় নুসরাত ও তার সন্তানকে চোখে-চোখে রেখেছেন যশ। হাসপাতালে নিয়ে যাওয়া থেকে লেবার রুমে উপস্থিত থাকা… একসঙ্গেই রয়েছেন ‘যশরত’ ।

Share.