কালাই পৌরসভায় ভোটগ্রহণ চলছে

0

ঢাকা অফিস: জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। জয়পুরহাটে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোটগ্রহণ শুরু হয়।শনিবার সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোট ৯টি কেন্দ্রে এই ভোটগ্রহণ চলবে।  গেলো ৫  ফেব্রুয়ারি  কালাই পৌরসভার মেয়র হালিমুল আলম জন মারা গেলে মেয়র পদটি শূন্য হয়।   এ পৌরসভার উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির আনিছুর রহমান তালুকদার ও নারিকেল গাছ নিয়ে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এ পৌরসভায় ১৩ হাজার ৫২১ জন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৭ হাজার ৭২ জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আনসার,পুলিশ, র‌্যাব ও এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোনও প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট দিতে এসে বেশ খুশি ভোটাররা। তবে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ বলেন, তার নেতাকর্মীদের প্রতি  হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। সরকারি দলের প্রার্থী তৌফিকুল ইসলাম তালুকদার বলেন, তারা প্রভাবমুক্ত নির্বাচন করতে ইচ্ছুক তাই শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হচ্ছে। এভাবে নির্বাচন হলে নৌকা বিপুল ভোটে জয় লাভ করবে।

Share.