কালিয়াকৈরে হোটেলের খাবার খেয়ে ১০ জন অসুস্থ

0

ঢাকা অফিস: গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় একটি হোটেলের খাবার খেয়ে অতন্ত ১০ জন অসুস্থ্য হয়ে পড়েছেন। তাদের  স্থানীয় সফিপুর মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মো. আলীহীন (৫০) , দুখু (৪৫), মোজ্জাফর (৪০), তৌফিক আজিজ (৪২), সোহেল (১৫), আলাউদ্দিন (৬০), কাউসার (১৭) ও মুরাদ (২৮)। তারা সবাই চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা। ভুক্তভোগীরা জানায়, চুয়াডাঙ্গা থেকে গাজীপুরেন কালিয়াকৈর চন্দ্রা সিপি বাংলাদেশ লিমিটেড কারখানা থেকে পোল্ট্রি ফিড ও ফিস ফিড নেয়ার জন্য ট্রাক নিয়ে আসে। গতকাল রোববার রাত আটটার দিকে ১০-১২ জন ট্রাকের চালক ও হেলপার পাশের শিপন হোটেলে পরোটা ও ভাজি খায় । খাওয়ার কিছুক্ষণ পর থেকে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা অসুস্থদের উদ্ধার করে সফিপুর মর্ডান হাসপাতালে ভর্তি করে। সফিপুর মর্ডান হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার যাদবেন্দ্র নাথ সরকার জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ্য হয়ে পড়েছেন। ভর্তিকৃতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।

Share.