ঢাকা অফিস: দেশে আবার বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কাল শুক্রবার থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ‘শুক্র ও শনিবার দেশের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। তবে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। এমনকি বড় ধরনের বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা আর কমবে না। এখন থেকে গরম বাড়বে। ’ আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিম লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।