ডেস্ক রিপোর্ট: ক্যারিবীয় দ্বীপদেশ কিউবায় গণভোটে সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার পক্ষে রায় দিয়েছে দেশটির জনগণ। গত রবিবার দেশটির প্রায় দুই তৃতীয়াংশ নাগরিক পারিবারিক আইনের (ফ্যামিলি কোড) সংষ্কারে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশটিতে এখন সারোগেসির (সন্তান জন্ম দিতে গর্ভ ভাড়া নেওয়া) সুযোগ মিলবে, সমকামী পুরুষ দম্পতিও বাচ্চা দত্তক নেওয়ার অধিকার পাবে। গত রবিবার ভোট হওয়ার আগে দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল বলেন, নতুন পারিবারিক আইনে মানুষ, পরিবার ও বিশ্বাসের বৈচিত্রের প্রতিফলন আছে এবং দেশের সিংহভাগ নাগরিকই এর পক্ষে রায় দিবে। নির্বাচনের ফলাফলেও তার কথার প্রতিফলন দেখা যায়। সোমবার প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা যায়, ভোটের ৬৬ শতাংশ রায়ই সংস্কারের পক্ষে পড়েছে। যদিও সংস্কার অনুমোদিত হতে ৫০ শতাংশ ভোটের সমর্থন থাকলেই হতো। বহু মানুষ সমকামী বিয়ের পক্ষে সমর্থন জানালেও বিপুল সংখ্যক মানুষ এর বিরোধিতা করছেন। বিশেষ করে কট্টর খিস্টান, এমনকী ধর্মবিশ্বাসী নন এমন অনেক রক্ষণশীলও সমকামিতাকে বৈধতা দেওয়ার পক্ষে নন।
কিউবায় গণভোটে সমকামী বিয়ের বৈধতার পক্ষে রায়
0
Share.