বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

কিলিয়ান এমবাপ্পেকে কিনতে আগ্রহী চট্টগ্রাম আবাহনী

0

স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছাড়বেন- এই গুঞ্জন যেন ধ্রুব হয়ে গেছে গত বছর চারেক ধরে। গুঞ্জন চলতে চলতে অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এমবাপ্পে দলবদল করবেন- এ কথা শুনলে মানুষজন এখন একগাল হাসেন। ব্যাপারটিকে সবাই মজা হিসেবেই নেন, মজার উপলক্ষ তৈরি করেছে দলবদলের খবর বিষয়ক জার্মান সাইট ট্রান্সফার মার্কেট। দুদিন আগে এমবাপ্পে পিএসজিকে জানিয়েছেন তিনি ক্লাব ছাড়তে চান। এরপরই মূলত নতুন দফায় তাকে নিয়ে দলবদলের গুঞ্জন শুরু হয়েছে। এই গুঞ্জনের মধ্যেই ট্রান্সফার মার্কেটের মজা। ফেসবুকে তারা এমবাপ্পের একটি ছবি শেয়ার করে লিখেছে, ‘চট্টগ্রাম আবাহনী এমবাপ্পেকে কিনতে তাদের আগ্রহের কথা জানিয়েছে। কারণ তাদের একটি বিদেশি কোটা খালি রয়েছে।’ পোস্টে তারা যুক্ত করে দিয়েছে একটি হাসির ইমোজি। পিএসজিতে কিলিয়ান এমবাপ্পের বেতন বিশাল অংকের। প্রতি বছর তার পকেটে যায় ৭২ মিলিয়ন ইউরো। এত টাকা বেতন দিয়ে যে বাংলাদেশের কোনো ক্লাব তাকে কিনবে না, তা অনুমেয়ই। বিশাল বেতনে তার যাওয়ার কথা রিয়াল মাদ্রিদে। গত কয়েক বছর ধরেই স্প্যানিশ ক্লাবটি তাকে দলে ভেড়াতে চাইছে। প্রসঙ্গত, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নিয়ম অনুযায়ী একটি ক্লাব সর্বোচ্চ ৬ জন বিদেশি ফুটবলার দলে নিতে পারবেন। এরমধ্যে এএফসিভুক্ত দেশের কমপক্ষে একজন ফুটবলার রাখতে হবে। চট্টগ্রাহ আবাহনীতে আছে তিনজন বিদেশি। তারা কিনতে পারবে আরও ৩ জন বিদেশি ফুটবলার।

Share.