বুধবার, জানুয়ারী ২২

কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে কঠোর হতে হবে: রাষ্ট্রপতি

0

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কিশোরগঞ্জের স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে কঠোর হতে হবে। কিশোর, তারা যেন যথাযথভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য মাদকের অপব্যবহারের বিরুদ্ধে তরুণদের অভিভাবক ও স্থানীয় প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।’ রাষ্ট্রপতি বুধবার (৯ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ সার্কিট হাউজে স্থানীয় আইনজীবী, বিচারক, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। উন্নয়নের সব পর্যায়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘প্রান্তিক পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে জনপ্রতিনিধি ও স্থানীয় কর্মকর্তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘স্থানীয় জনগণের চাহিদা পূরণে জাতীয় উন্নয়নকে অগ্রাধিকার দিন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করুন।’ রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘অবকাঠামোগত উন্নয়ন কাজের সময় পরিবেশ দূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জনগণকে সচেতন করতে হবে।’ রাষ্ট্রপতি হাওর অঞ্চলসহ দেশের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। সুত্র: বাসস

Share.