কিয়েভের সামরিক স্থাপনায় রাশিয়ার হামলায় নিহত ১

0

ডেস্ক রিপোর্ট: ফ্ল্যাগশিপ যুদ্ধ জাহাজ ‘মস্কোভা’-তে ইউক্রেনের হামলার পর থেকে কিয়েভে হামলা জোরদার করেছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় ফের কিয়েভের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে রশিয়া। হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় মেয়র। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর বরাতে আল-জাজিরার প্রদিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। চিকিৎসকরা আহতদের জীবন বাঁচাতে প্রাণপণ লড়াই চালোচ্ছেন। ক্লিটস্কো আরো বলেন, কিয়েভ এখনও রাশিয়ার লক্ষ্যবস্তু। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার কথা স্বীকার করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ বলেন, কিয়েভের ১৬টি লক্ষ্যবস্তুতে উচ্চ-নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। এর মধ্যে সরঞ্জাম, গুদাম এবং অস্ত্র ঘাঁটি রয়েছে। কিয়েভ ছাড়াও ইউক্রেনের দক্ষিণাঞ্চলের মিকোলাইভের একটি সামরিক সরঞ্জাম মেরামতের কারখানাতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Share.