বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

কুড়িল বিশ্বরোডে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত এক যুবক আহত

0

ঢাকা অফিস: কুড়িল বিশ্বরোড ৩০০ ফিট এলাকায় ট্রেনের ধাক্কায় রুদ্র লাল দাস সূর্য (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রতাপ নামের তার বন্ধু গুরুতর আহত হয়েছে। ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাদের দুইজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে রুদ্র লালকে মৃত ঘোষণা করে ও তার বন্ধু প্রতাপ জরুরী বিভাগের চিকিৎসা চলছে। নিহতের বোন সাথী জানান, আমার ভাই রুদ্র ১৫ দিন আগে বিয়ে করে, আজ বিকেলের দিকে বন্ধু প্রতাপের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল কুড়িল বিশ্বরোড এলাকায়। ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় রুদ্র ও প্রতাপ গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে পথচারীরা স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রুদ্রকে মৃত ঘোষণা করে। ও প্রতাপকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার(ওসেকে) ভর্তি দেওয়া হয়েছে অবস্থা আসংখ্যজনক । তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা ফাইল- গাও গ্রামের নগেন্দ্র রঞ্জন দাসের সন্তান। বর্তমানে গাজীপুর বংশীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় নিহতের বন্ধু প্রতাপ নামের গুরুতর আহত হয়েছে তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি দেয়া হয়েছে তার অবস্থা আসংখ্যজনক।

Share.