কুমিল্লায় দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে ডাকাতরা

0

বাংলাদেশ থেকে কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সদর দক্ষিণ মডেল থানার দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে ডাকাতদল। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাটিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সদর দক্ষিণ থানার এসআই ইয়াছিন ও কনস্টেবল মামুন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ২ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন- শরীয়তপুরের গোসেরহাট থানার আলোইবতি বেপারি বাড়ির সাদেক বেপারির ছেলে রহিম (৪৯) ও লালমাই থানার হতগরা গ্রামের বাচ্চু মিয়ার চেলে সাব্বির (১৭)। পুলিশ জানায়, ঢাকা থেকে ফেনী যাওয়ার পথে সুইডেন প্রবাসী আহমেদ হোসেনকে বহনকারী প্রাইভেটকারের তলায় লোহার রড ছুড়ে একদল ডাকাত গাড়ি থামায়। এ সময় তাকে ও চালককে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ল্যাপটপ, স্বর্ণ, ডলার ও মোবাইল ফোনসহ আরও মাল ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে সদর দক্ষিণ থানা পুলিশের পেট্রল টিম দ্রুত সেখানে এসে ডাকাতি প্রতিরোধের চেষ্টা করেন। এতে ডাকাতরা পুলিশকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। তাদেরকে আটক করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত দুই পুলিশ সদস্যকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ডাকাতদল পুলিশে দুই সদস্যকে কুপিয়ে জখম করে। ধানক্ষেত দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি করলে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে দুই ডাকাতকে পুলিশ ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে রামদা উদ্ধার করা হয়।

Share.