সোমবার, জানুয়ারী ২৭

কুর্দিস্তানে ইরানের বাহিনীর হাতে নিহত ৩ বিক্ষোভকারী

0

ডেস্ক রিপোর্ট: মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে কুর্দিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে বিক্ষোভে ইরানের নিরাপত্তা বাহিনী শনিবার অন্তত তিনজনকে গুলি করে হত্যা করেছে। একটি মানবাধিকার গ্রুপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। কুর্দি এলাকায় নিপীড়ন পর্যবেক্ষণকারী হেনগাও এএফপিকে বলেন, ‘সরকারের দমন-পীড়নকারী বাহিনী দিভান্ডারেহ শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়, এতে অন্তত তিনজন বেসামরিক লোক নিহত হয়।’ নরওয়ে ভিত্তিক হেঙ্গাও অধিকার গ্রুপ জানিয়েছে, এছাড়াও শনিবার, ইরানের বিপ্লবী গার্ডরা নিহত বিক্ষোভকারীর শোকরত পরিবারের সদস্যদের ওপর গুলি চালায় এবং হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে, কারণ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। ‘গত রাতে, আইআরজিসি (ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস) বাহিনী বুকানের শহীদ ঘোলি পুর হাসপাতালে আক্রমণ করার পরে তারা শাহরিয়ার মোহাম্মদীর লাশ জব্দ করে এবং তাকে গোপনে দাফন করে,’ গ্রুপটি যোগ করেছে।

Share.