ঢাকা অফিস: কুষ্টিয়ার ভেড়ামারায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তিনজনকে ঢাকায় আনা হয়েছে। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৪টায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- রিমন(১৪), মো. রাজিব উদ্দিন (২৫) ও মো. বিদ্যুৎ হোসেন (২৫)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, কুষ্টিয়ার ভেড়ামারায় একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ অবস্থায় আমাদের এখানে তিনজন এসেছেন। তাদের মধ্যে রিমনের শরীরের ৭৮ শতাংশ, রাজিব উদ্দিনের শরীরের ৯০ শতাংশ এবং বিদ্যুৎ হোসেনের শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক, জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেড়ামারার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তিনজন ঢাকায়
0
Share.